বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

প্রাচীন সভ্যতার শুরু থেকেই প্রাকৃতিক চিকিৎসার ঐতিহ্য রয়েছে : ড. ম. রমিজ উদ্দিন

  প্রকাশ : ২০১৯-০২-২৭ ২১:৫১:৩০  

“প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা” নামীয় গ্রন্থটি প্রদান কালে ড. ম. রমিজ উদ্দিন : প্রাচীন সভ্যতার শুরু থেকেই প্রাকৃতিক চিকিৎসার ঐতিহ্য রয়েছে পরিস্হিতি২৪ডটকম : ভেষজ বা হারবাল চিকিৎসা পদ্ধতির নানান বিষয় নিয়ে ঘরোয়াভাবে চিকিৎসা ব্যবস্থার সহায়ক গ্রন্থ “প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা” গ্রন্থটির সৌজন্য কপি সম্প্রতি চট্টগ্রাম নাসিরাবাদস্থ মানবিক মেলায় “দৈনিক পূর্বকোণ” পত্রিকার সম্পাদক ড. ম. রমিজ উদ্দিনের হাতে তুলে দেয়া হয়। এসময়ে সংপ্তি আলোচনায় দৈনিক পূর্বকোণ সম্পাদক বলেন, বর্তমান উন্নত বিশ্বে হারবাল চিকিৎসা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। প্রত্যেক প্রাচীন সভ্যতার দেশেই দেখা যায় প্রকৃতিক চিকিৎসার ঐতিহ্য রয়েছে। সাধারণত পরিবারের সদস্যদের ছোট খাটো অসুখ-বিসুখে আমাদের যদি ভেষজ উপায়ে চিকিৎসা জানা থাকে তাহলে আর অল্পতেই ডাক্তারের শরনাপন্ন হতে হবে না। ঘরে বসেই আমরা আমাদের এইসব সাধারণ রোগের চিকিৎসা করতে সম হবো। কৃত্রিম চিকিৎসা থেকে প্রাকৃতিক চিকিৎসা অনেক বেশি কার্যকর। এই সময় উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, নাজিম উদ্দীন, অনুতোষ দত্ত বাবু, পায়েল বড়ুয়া, শিশির মহাজন, অঙ্কিতা বড়ুয়া প্রমূখ। পরে তিনি গ্রন্থটির বহুল প্রচার কামনা করেন।



ফেইসবুকে আমরা