বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

  প্রকাশ : ২০১৯-১১-১৪ ১৭:৫৮:৫৩  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাবিদ, প্রাবন্ধিক, মানবতাবাদী ও ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইতিহাসবিদ অধ্যক্ষ ইউনুচ কুতুবীর সভাপতিত্বে ১৪ নভেম্বর বিকেলে চকবাজারস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশ মেলা পরিষদের অন্যতম সংগঠক শওকত আলী সেলিম। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন প্রান্তিক জনপদের শিক্ষাবিস্তারের কারিগড় শীর্ষক একটি লিখিত প্রবন্ধ পাঠ করেন ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাস্টার আবুল হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক এসএম ওসমান, মোঃ শহিদুল আলম, নজরুল ইসলাম, মাওলানা আবদুল কাদের, চৌধুরী শফিকুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, রিদোয়ান আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেছেন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ছিলেন-শিাবান্ধব আলোকিত মানুষ। মজলুম জননেতা হুজুর মাওলানা ভাসানীর আদর্শবাহী একজন সংগঠক। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান তাঁর জীবন ও কর্ম ছিল মানুষের জন্য উৎসর্গকৃত। সারা জীবন অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন। অনগ্রসর জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে তিনি কাজ করেছেন। প্রাবন্ধিক হিসেবে তিনি ছিলেন খ্যাতিমান লেখক। দৈনিক আজাদী সহ বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রবন্ধ রচনার মধ্যদিয়ে এই জাতির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছেন। তাঁর মতো সৎ ও আদর্শবান শিাবিদ বর্তমান সমাজে বিরল। স্মরণ সভার শুরুতে চকবাজার জামতলা জামে মসজিদের কবরস্থানে অধ্য মোহাম্মদ হোসেন খানের কবরে পুষ্পমাল্য অর্পন, দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা