বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গের সাংবাদিক সুলেখা সরকার সংবর্ধিত

  প্রকাশ : ২০১৯-১০-২০ ১৯:৫০:২১  

পরিস্হিতি২৪ডটকম : পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সাংবাদিক শ্রীমতি সুলেখা সরকারকে সাংস্কৃতিক সংগঠন মহুয়া ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ১৭ অক্টোবর সন্ধ্যায় সংবর্ধনা প্রদান করা হয়। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের বাসভবনে এই সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমতি সুলেখা সরকার, ইমরান সোহেল, এ কে এম আবু ইউসুফ, সোহেল মো. ফখরুদ-দীন, শিউলি খাতুন, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, ভারতের সাথে এ অঞ্চলের মানুষের সাংস্কৃতিক বন্ধন অনেক প্রাচীন। দুই দেশের ভাষা সংস্কৃতির ইতিহাস এক ও অভিন্ন। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার। বাংলাদেশের স্বাধীনতায় ভারতবাসীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ও ভারতের সাহিত্য-সংস্কৃতি চর্চায় দুদেশের মানুষের বন্ধুত্ব ঐক্যর মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস অমর হয়ে থাকবে। সভায় শিলিগুড়ি থেকে আগত সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও বাচিকশিল্পী সুলেখা সরকারকে মানপত্র ও উপহার প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা