বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পরিবেশ ও আবহাওয়ার উপর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় সাইকেলে পরিভ্রমণ

  প্রকাশ : ২০২৪-১০-২৭ ১৬:৩৯:১০  

ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এ উদ্যেগে পরিবেশ ও আবহাওয়ার উপর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় সাইকেলে পরিভ্রমণ

পরিস্থতি২৪ডটকম : ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এ উদ্যেগে পরিবেশ ও আবহাওয়ার উপর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় সাইকেলে পরিভ্রমণের উদ্যেগ গ্রহন করা হয়েছে। গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান,গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে সচেতনতার জন্য সাইকেল যেহেতু পরিবেশবান্ধব বাহন, তাই আমরা ১০ (দশ) জন সাইকেল দিয়ে সমগ্র বাংলাদেশের ৬৪ জেলা পরিভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাইডের মূল আলোচ্য বিষয় হলো- “গ্লোবাল ওয়ার্মিং-এর কারণ, প্রভাব ও প্রতিকার” সম্বন্ধে মানুষকে সচেতন করা। বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং একটি উদ্বেগজনক বিষয়। এই গ্লোবাল ওয়ার্মিং মূলত গ্রীণহাউস গ্যাসের অধিক নিঃসরণের ফলে হয়ে থাকে। সূর্যের মাধ্যমে বায়ুমন্ডলে যে তাপ প্রবেশ করে আর মানুষের সৃষ্ট নানা কারণে যে তাপ উৎপন্ন হয় তা গ্রীণহাউস গ্যাসের কারণে পৃথিবীর বায়ুমন্ডলে থেকে যায়। যার ফলে গরমের আধিক্য বেড়ে যায়। সূর্যের তাপে সমুদ্রের পানি অধিক জলীয়বাষ্প হয় বলে অতিবৃষ্টি হয়, মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, ফলে পৃথিবীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নদী-নালা, খাল-বিল ইত্যাদি পলিথিন, প্লাস্টিক ইত্যাদি অপচনশীল দ্রব্য দ্বারা পরিপূর্ণ থাকায় বন্যার তীব্রতা বেড়ে গেছে বহুলাংশে। গ্রীণহাউসের প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং থেকে পরিত্রাণ পেতে হলে গাছ লাগাতে হবে, পরিবেশবান্ধব যানবাহন, কলকারখানা ইত্যাদি গড়ে তুলতে হবে। এছাড়া আমরা আমাদের এই বাংলাদেশ পরিভ্রমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগনকে উৎসর্গ করবো।এছাড়া আমরা ৬৪ জেলায় গাছ লাগাবো এবং প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক প্রচার করবো।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা