পরিস্হিতি২৪ডটকম : সামাজিক সংগঠন পরমায়ু প্রাঙ্গণের স্বাস্থ্যসেবীদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার সকাল ৯ ঘটিকায় নগরীর চান্দগাঁও থানাধীন মোহরাস্থ এ.এল.খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রথম নারী সদস্য হিসেবে খাদিজা আহমেদকে পরমায়ু প্রাঙ্গণের মাতা হিসেবে ভূষিত করে সম্মাননা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন পরমায়ু প্রাঙ্গণের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শিক্ষক মোহাম্মদ ইমদাদ হক খান টিটুর সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রফিক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, পরমায়ু প্রাঙ্গণের ইনস্ট্রাক্টর ডা. মোহাম্মদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. এম.এ গোফরান হাসান, অর্থ সম্পাদক আবু শাদাত মোঃ সায়েম, ভ্যাট কর্মকর্তা রাহুল তালুকদার। এতে উপস্থিত ছিলেন মোঃ সাইফ উদ্দিন সাইফু, মো. ইলিয়াছ, হুমায়ুন কবির, মো. কবির উদ্দিন, মো. শফিউল আলম বাবু, আলী জাকের সেন্টু, মো. সাদ্দাম হোসেন জিমি প্রমুখ। পরমায়ু প্রাঙ্গণে মাতা সম্মাননায় ভূষিত হওয়া খাদিজা আহমেদ বলেন, শারীরিক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগে ৭২ বছর অতিক্রম করছি। এই বয়সের এই সময়ে পরমায়ু প্রাঙ্গণে নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম চর্চার মাধ্যমে বর্তমানে আমার ডায়াবেটিস ও হার্টের অসুখ অনেকটা উন্নতির দিকে। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি উচ্ছ্বসিত হয়েছি যে, পরমায়ু প্রাঙ্গণে সদস্য হিসেবে ভর্তি হয়ে আমার প্রাণস্পন্দন জাগানো অনেকগুলো ছেলেকে পেয়েছি। আমি এই পরমায়ু প্রাঙ্গণের উত্তরোত্তর সফলতা কামনা করি। সভাপতির বক্তব্যে আলহাজ সাখাওয়াত হোসেন বলেন, পরমায়ু প্রাঙ্গণে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নানান রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর পরমায়ু প্রাঙ্গণের প্রতিটা সদস্য যেন একই পরিবারের সদস্যদের মত।প্রতিটা সদস্য সুখে দু:খে একে অপরের পাশে থাকার প্রত্যয়ে আমরা মিলিত হয়েছি।পরমায়ু প্রাঙ্গণ শুধু শারীরিক কসরত বা ব্যায়াম চর্চার সংগঠন নয়, এই সামাজিক সংগঠন সদস্যদের নিয়ে জনসেবা ও জনকল্যাণমূলক কাজ করবে ভবিষ্যতে।
প্রেস বিজ্ঞপ্তি