বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে চট্টগ্রামে জশনে জুলুসে জনতার ঢল

  প্রকাশ : ২০১৯-১১-১০ ১৫:৪৪:০৯  

পরিস্হিতি২৪ডটকম : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে চট্টগ্রামে জশনে জুলুসে জনতার ঢল নেমেছে। রোববার সকাল ১০ টার নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াম মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জশনে জুলুশ শুরু হয়।
রোববার সকাল ১০ টার নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াম মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জশনে জুলুশ শুরু হয়।
রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, আওলাদে রাসূল, হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, মেহমানে আলা শাহ্জাদা আল্লামা সৈয়্যদ হামেদ শাহ ও মুহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে এই জসনে জুলুসে লাখ লাখ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকজন বিবিরহাট, মুরাদপুর থেকে জুলুসে যোগ দেন।
জুলুস শুরুর আগে খানকায়ে কাদেরীয়ায় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
আঞ্জুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জশনে জুলুস বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, প্যারেডের উত্তর পাশ হয়ে সিরাদ্দৌল্লা, আন্দরকিল্লা, জামালখান, কাজির দেউড়ি, ষোলশহর দুই নম্বর গেইট পুনরায় মুরাদপুর হয়ে জামেয়া মাঠে গিয়ে শেষ হবে।
এ ছাড়া কাজির দেউড়ি এলাকায় একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
জামেয়া মাঠে তাহের শাহের ইমামতিতে জোহরের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসলিম জনতা। এরপর মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
জুলুসে উপস্থিত আছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, আনজুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী প্রমুখ।



ফেইসবুকে আমরা