বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই

  প্রকাশ : ২০১৯-০১-২৩ ১৮:৪৫:৫৯  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামউইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিএর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ০৫ দিন ব্যাপী কাটিং, সুইং এন্ড প্যাটার্ন মেকিং শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিএর সেমিনার হলেঅনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে চট্টগ্রাম উইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তা হিসেবেনিজেকেপ্রতিষ্ঠিতকরতেপ্রশিক্ষণেরবিকল্প নেই। প্রশিক্ষণের সাথে সাথে আমাদেরকে লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যেতেহবে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামউইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি চট্টগ্রাম অঞ্চলের নারীদের উন্নয়নের কাজ করে যাচ্ছে। আমাদের ধারাবাহিক কর্মকান্ডের মাধ্যমে আমরা উদ্যোক্তা নারীদের নিয়ে এগিয়ে যাব এবং দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে চেষ্টা করব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন CWCCI ও এর পরিচালক ফেন্সী ইসমাইল, ফেরদৌস ইয়াসমিন খানম ও কোর্সের প্রশিক্ষক CWCCI এর সদস্য দিলরুবা হুসনা। চট্টগ্রামের ৩০ জন নারী উদ্যোক্তা ০৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকরছেন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা