পরিস্হিতি২৪ডটকম : নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। এছাড়া বিস্ফোরণে প্রায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির জরুরি সংস্থা জানায়, বিস্ফোরণে অনেক ঘরবাড়ি, লরি, গাড়ি ও মটরসাইকেল পুড়ে গেছে।
জাতীয় জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফরিনলয়ি এএফপি’কে বলেন, এ ঘটনায় ‘এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আরো অনেক লোক আহত হয়েছে।’
তিনি আরো জানান, বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৫০টি ভবন ধ্বংস হয়েছে।
আবাসিক এলাকা আবুলি আদোতে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (এনএনপিসি) জানায়, একটি গ্যাস কেন্দ্রে স্তুপ করে রাখা গ্যাস বোতলে ট্রাকের ধাক্কায় এ বিস্ফোরণ ঘটে।
কর্পোরেশন জানায়, বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিল যে এতে পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ধসে পড়ে এবং এনএনপিসি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।