বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নবাব সলিমুল্লাহর ১০৫তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা : স্যার নবাব সলিমুল্লাহর অবদান জাতি কখনো ভুলতে পারবে না

  প্রকাশ : ২০২০-০১-১৮ ১৯:৩৭:৪৬  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে ১৬ জানুয়ারি বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর ১০৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইতিহাস গবেষক ও সিএইচআরসি’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের মহাসচিব আলহাজ্ব এম এ হাশেম রাজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থপ্রণেতা ও কবি মাহামুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাবন্ধিক জামাল উদ্দিন, বিশিষ্ট পরিবেশবিদ ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, প্রাবন্ধিক এস এম ওসমান, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সাইফুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, অধ্যাপক দিদারুল আলম, অঞ্জন দে, পিবলু বড়ুয়া, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, নবাব স্যার সলিমুল্লাহর অবদান এ জাতি কখনো ভুলতে পারবে না। তিনি শিক্ষাবিস্তার ও গঠনমূলক রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান ভুলার নয়। রাজনীতিবিদ হিসেবে তাঁর স্বাধীনচেতা মন ও জনগণের জন্য উদারতা সে কালের অনেক রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। শাসক হিসেবেও তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সৎগুণসম্পন্ন ব্যক্তি। ঢাকার নবাব হিসেবে নবাব স্যার সলিমুল্লাহর কথা আজও মানুষের মুখে মুখে। আজকের ঢাকা শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাঁর ভূমি দান ও অর্থ দান এ জাতি কখনো ভুলতে পারবে না। উল্লেখ যে, খাজা সলিমুল্লাহ (নবাব সলিমুল্লাহ) ৭ জুন ১৮৭১ জন্মগ্রহণ করেন। ১৬ জানুয়ারি ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঢাকার নবাব ছিলেন। তাঁর পিতা নবাব খাজা আহসানউল্লাহ ও পিতামহ নবাব খাজা আবদুল গনি। নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা