বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নতুন প্রজন্মের কাছে প্রীতিলতার বীরত্বের ইতিহাস তুলে ধরতে হবে

  প্রকাশ : ২০২০-০৯-২৪ ১৯:৫৮:১২  

চট্টগ্রাম ইয়ুথ কয়ারের আলোচনা সভায় বক্তারা :
নতুন প্রজন্মের কাছে প্রীতিলতার বীরত্বের ইতিহাস তুলে ধরতে হবে

পরিস্হিতি২৪ডটকম : ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী উপমহাদেশের প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে আলোচনা সভা চট্টল ইয়ুথ কয়ারের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। অনুতোষ দত্ত বাবুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষা চর্চা ও সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফ। এতে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, সুজিত দাশ অপু, সগির আহম্মেদ, হানিফুল ইসলাম, সুজিত চৌধুরী মিন্টু, নার্গিস ফাতেমা, শিউলি আকতার, সালমা আকতার শিলা, আব্বাস মিয়া, মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রীতিলতা ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপীয়ান ক্লাব ভবনে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে আক্রমণ চালান। সফল অভিযান শেষে ফেরার পথে তাঁর শরীরে গুলি লেগে গুলিবিদ্ধ হলে ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় আত্মাহুতি দেন তিনি। প্রধান আলোচক এ কে এম আবু ইউসুফ বলেন, মাস্টারদা সূর্যসেনের অন্যতম সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের আত্মদানকারী প্রথম নারী। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তখনকার ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীকে প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার। নতুন প্রজন্মের কাছে প্রীতিলতার বীরত্বের এই ইতিহাস তুলে ধরতে হবে। নতুবা আগামী প্রজন্ম এই বিপ্লবীকে ভুলে যাবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা