বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নগরীর বহদ্দারহাটে খান ফিটনেস জিম’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা : জীবনকে সুস্থ ও সুন্দর রাখতে শরীরচর্চার বিকল্প নাই

  প্রকাশ : ২০২০-১১-২৮ ২০:১৫:৫৬  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল (২৭ নভেম্বর ২০২০ইং) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের প্রাণকেন্দ্রে খান ফিটনেস জিম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রেজাউল করিম রেজা। মো. জাকের-এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কবি এম নজরুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও যুব সংগঠক নাজমুল আলম খাঁন, শওকত আকবর রাশেদ, রাশেদ মজুমদার, নেছারুল হক চৌধুরী, হাসনাত ফরিদী, সৈয়দ গোলাম আয়াজ, জয়নাল আবেদীন আরজু, ওয়াসিম চৌধুরী, আব্দুল মান্নান, মো. সুমন চৌধুরী, জাহেদুল আলম, পল্লব দাশ, জসিম উদ্দীন, আহমদ বেলাল, আমিনুল ইসলাম সোহেল, মো. সোহেল, মো. ওমর, মো. হাসান, ইকরাম বিল্লাহ, মো. আজাদ, মো. হাকিম, শওকত ওসমান, মো. শাহেদ,মো : লিটন  প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নজরুল করিম চৌধুরী বলেন, নিয়মিত শরীরচর্চা মনকে চাঙা করে। শরীরচর্চা করলে মস্তিষ্ক থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নির্গত হয়। এসব রাসায়নিক উপাদান চিত্ত প্রফুল্ল করে এবং শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও উজ্জ্বল্য বাড়ায়। তাই সকলের উচিত সুস্থ দেহ মন রক্ষায় শরীরচর্চার প্রতি মনোযোগী হওয়া আর জীবন সুস্থ রাখার জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন, শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সবারই শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করা দরকার।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা