পরিস্হিতি২৪ডটকম : পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিস্ফোরণের ঘটনায় নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় এ মামলা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, তদন্তের স্বার্থে ওই দুইজনের নাম বলা যাবে না।
রোববার (১৭ নভেম্বর) পাঁচতলার বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে শিশুসহ সাতজন নিহত ও অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে এক নারীর মুখমণ্ডল আগুনে ঝলসে যায়।
বিস্ফোরণে আহত অর্পিতা নাথ জানান, ওই বাসায় দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনে লিকেজ থাকার কারণে বাসায় গ্যাস জমে যাওয়ায় বিস্ফোরণ ঘটে।
তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল) তা নাকচ করে সেপটিক ট্যাংক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।