বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নগরীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  প্রকাশ : ২০১৯-১০-০২ ২০:৩৩:৪২  

পরিস্হিতি২৪ডটকম : নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (০২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে ওই ভবন মালিককে।

জানে আলম সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে তাকে।

এদিকে বুধবার অপর একটি শুনানিতে নগরের বায়েজিদ থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকার ইনোভা টেক্সটাইল লিমিটেডকে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে তরল বর্জ্য নিরসরণ করার দায়ে ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।



ফেইসবুকে আমরা