বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

তাজিকিস্তানে আইএস’র হামলায় নিহত ১৭

  প্রকাশ : ২০১৯-১১-০৬ ২০:১৮:৫৯  

পরিস্হিতি২৪ডটকম : তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তের তাজিকিস্তান অংশে ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন সীমান্ত রক্ষী, পুলিশ সদস্য ও আইএস জঙ্গী । খবর বিবিসি’র।

তাজিকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী দুশানবে থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সীমান্তবর্তী একটি ফাঁড়িতে স্থানীয় সময় বেলা ৩টায় ২০ জন আইএস জঙ্গীর একটি দল হামলা চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে একজন করে সীমান্ত রক্ষী ও পুলিশ সদস্য এবং ১৫ জন আইএস জঙ্গী নিহত হয়েছেন। পুলিশ এসময় ৫ জন জঙ্গীকে আটক করেছে।

তবে আইএস এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।তাজিকিস্তান পুলিশ সেখানকার সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে উজবেকিস্তান সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা ‘খোবর’ দাবি করেছে, জঙ্গীরা গত ৩ নভেম্বর আফগানিস্তান থেকে তাজিকিস্তানে প্রবেশ করেছে।

তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তে দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিষ্পত্তিতে দুই পক্ষ একটি চুক্তিতে পোঁছাতে রাজি হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটলো। তাজিকিস্তানে এর আগেও বেশ কয়েকবার হামলার দায় স্বীকার করেয়ে আইএস।



ফেইসবুকে আমরা