আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হোসেন মুরাদ : ডিজিটাল বাংলাদেশ গড়তে সুশিক্ষিত হওয়ার বিকল্প নাই
পরিস্হিতি২৪ডটকম : গত ২৯ জানুয়ারি মঙ্গলবার নগরীর সানোয়ারা আবাসিকস্থ আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের কো-চেয়ারম্যান শিক্ষাবিদ ফারজানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান শিাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আমজাদ হোসাইন। শিক্ষক রাজিব দত্তের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ভবতোষ সরকার, রহিম উদ্দিন, মৌ দত্ত, ওয়াহিদুল আলম, পারুল আকতার, মেরিন, পিংকি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সুশিতি হওয়ার বিকল্প নাই। আজকের শিক্ষার্থীরাই আগামী বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত। বিশ্বসভ্যতা থেমে নেই। শিা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আধুনিক সভ্যতার দৌড়ে হারিয়ে যাচ্ছে প্রচলিত নীতি-নৈতিকতা ও মূল্যবোধ। ক্রমশই বাড়ছে সামাজিক অবয়। নষ্ট হচ্ছে সম্পর্ক। তাই নীতি নৈতিকতার গঠনে জোর দিতে হবে। একমাত্র নীতি নৈতিকতাসম্পন্ন ও আদর্শবান শিক্ষাথীরাই জীবনে উন্নতির শিখরে আরোহন করে। তাই নৈতিক চরিত্র গঠনে আদর্শ ভূমিকা রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে চাই। এর জন্য প্রয়োজন আধুনিক মাল্টিমিডিয়া নির্ভর শিক্ষা ব্যবস্থা। অনুষ্ঠান শেষে এস.এস.সি পরীার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
প্রেসবিজ্ঞপ্তি