বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ডিএসডি’র উদ্যোগে ছিন্নমূল শিশুদের ঈদ সেলামি প্রদান অনুষ্ঠানে বক্তারা :”মানবিক কাজ করে ডিএসডি সবার অন্তরে জায়গা করে নিচ্ছে”

  প্রকাশ : ২০২১-০৫-১১ ১২:৫২:৩০  

পরিস্হিতি২৪ডটকম : ভিন্নধর্মী সামজিক ও মানবতার সংগঠন “ডি.এস.ডি-বাংলাদেশ” পক্ষ থেকে প্রান্তিক এলাকায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে ব্যাতিক্রমী উদ্যোগ “Give A Smile” প্রকল্পের প্রথম ধাপ ডিএসডি ঈদ সেলামি প্রদান কর্মসূচি গতকাল ১০ মে সোমবার বিকালে কানাইমাদারী নিদাগের পাড়া একটি বেসরকারি স্কুুলে সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য আয়েশা আক্তার আজাদী’ সভাপতিত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে।সংগঠক তৌফিক আলম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মুবিন, যুবনেতা মাহবুবুল আলম, তরুণ উদ্যোক্তা ওয়াসিম উদ্দীন, আনসার কর্মকর্তা মোঃ আরমান, নাজিম উদ্দীন, মোঃ সাইফু । অনুষ্ঠানে অন্যন্যদের অরও উপস্থিত ছিলেন হাফেজ নাছির, মহিউদ্দিন, নাজমুল, মারুফ, আজিম, আরিফ, ছালেক, সিয়াম প্রমুখ।
​অনুষ্টানে শেষে ইফতার মাহফিলের মুনাজাত পরিচালনা করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক হাফেজ মোঃ ​ফেরদৌস আলম।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা