বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টেক্সাসে চার্চে হামলায় নিহত ২ জন গুরুতর আহত ১ জন

  প্রকাশ : ২০১৯-১২-৩০ ১৪:৩৭:৪২  

পরিস্হিতি২৪ডটকম : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টে রবিবার প্রার্থনা চলাকালে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এক বন্দুকধারী গুলি করে। এ ঘটনায় দুইজন নিহত হয়। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।

এদিকে বিবিসি জানায়, হামলাকারীকে চার্চেরই এক সশস্ত্র স্বেচ্ছাসেবক সদস্য পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বন্দুকধারী।

বিবিসি জানায়, ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টে এদিনের সকালের প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল। এর মধ্যে বন্দুকধারী চার্চের ভেতরে একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দুই ব্যক্তিকে লক্ষ্য করে তার শটগান থেকে গুলি ছোড়েন। কাছাকাছি দাঁড়িয়ে থাকা চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র এক সদস্য পাল্টা গুলি করলে বন্দুকধারী পড়ে যায়।

ভিডিওতে চার্চের আরও অনেক সদস্যকে বন্দুকধারীর দিকে পাল্টা বন্দুক তাক করতে দেখা গেলেও, তাদের কেউ গুলি ছুড়েছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, কী কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে জানায় পুলিশ।



ফেইসবুকে আমরা