পরিস্হিতি২৪ডটকম : সুইডেনে দায়ের হওয়া ধর্ষণ মামলা থেকে উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির সহকারী প্রধান কৌঁসুলি ইভা ম্যারি পারসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদেরকে আমার সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে প্রাথমিক তদন্ত বন্ধ করা হল’।
জামিন সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫০ সপ্তাহের দণ্ডপ্রাপ্ত জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের একটি কারাগারে আটক আছেন। ২০১০ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ওই ধর্ষণ মামলা দায়ের করা হয়। দুই মাস আগে জুলিয়ান অ্যাসাঞ্জকে (৪৮) লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে আটক করে ব্রিটিশ পুলিশ। সেখানে তিনি ২০১২ সাল থেকে রাজনৈতি আশ্রয়ে ছিলেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।