পরিস্হিতি২৪ডটকম : জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে সৃজনশীল ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ ১৭ ই সেপ্টেম্বর ২০১৯ রোজ মঙ্গলবার নগরীর বাদুরতলা রেনেসাঁ স্কুল এন্ড কলেজে আয়োজিত কর্মসূচী তে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আদনানুর রহমান ও সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেনেসাঁ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ফাহমিনা কাদেরি শিক্ষিকা সোলতানা রাজিয়া, রোমানা বেগম ,ফারজানা পারভেজ, ক্লাবের সহ সভাপতি উমর ফারুক, যুগ্ন সম্পাদক জয় বড়ুয়া সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, সম্পাদক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছিন আরাফাত, , মোরশেদ, নাফিজ, সাকিব,নাইম, রাকিব, সজিব, আরো উপস্থিত ছিলেন ইশতিয়াক, আসিফ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৬২ তে অবৈতনিক প্রাথমিক শিক্ষা, গণমুখী শিক্ষা প্রসার, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য-বঞ্চনা নিরসন, সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সংগঠিত আন্দোলন থেকেই শিক্ষা দিবসের সূচনা।
১৯৬২ সালের আজকের এই দিনে পাকিস্তান সরকারের শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো গর্জে উঠেছিল।বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে দাবী তুলেছিল একটি বৈষম্যহীন,গনমুখী শিক্ষা ব্যবস্থার।বাংলার ইতিহাসে দীর্ঘ ছাত্ররাজনীতির বন্যার্ঢ্য নৈতিকতার পেছনে শক্তি যুগিয়েছে আজকের এই দিনটি।
দীর্ঘ অর্ধশতাধিক বছরের ছাত্র সংগ্রামের ফসল হিসাবে জননেত্রী শেখ হাসিনা আজ বাংলার ছাত্রসমাজকে উপহার দিয়েছেন এক ও অভিন্ন নীতি সম্বলিত জাতীয় শিক্ষা নীতিমালা।
বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার অবদানের কৃতজ্ঞতা সরুপ তাই নেত্রীর নামের পাশে উপাধি দিয়েছে ‘বিদ্যানন্দিনী”। সকল শিক্ষার্থী ভাই-বোনদের শিক্ষা দিবসের শুভেচ্ছা রইলো।
তাছাড়া, আলোচনা সভার শেষে গরীব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি