বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবারে শোহদায়ে কারবালার মাহফিলের ৮ম দিবস অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৯-০৯ ১৫:৫০:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যােগে আনজুমানে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দাওয়াতে সুফী বাংলাদেশ এর পরিচালনায় ১০দিন ব্যাপি শোহদায়ে কারবালা মাহফিল এর ৮ম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হজরতুল আল্লামা সৈয়্যদ শাহ্সুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। নূরানী মাহফিলে তকরিব পেশ করেন আল্লামা হাফেজ মুহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরী, আল্লামা মুহাম্মদ বুরহান উদ্দীন আল কাদেরী, আল্লামা মুহাম্মদ মাহবুবুর রহমান নুরে বাংলা, আল্লামা অধ্য কাজী হাফেজ আহমদ আল কাদেরী, আল্লামা মুফতী ইকবাল হোসেন, আল্লামা সিদ্দিক আহমদ নঈমি, আল্লামা আহমদ হোসেন জিহাদি, মাওলানা হাফেজ আবদুর রহমান পটুয়াখালী, মাওলানা অলি আহমদ, মাওলানা রাজিব চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহজাদা মোহাম্মদ মনজুর আলী, আল্লামা শাহজাদা মোহাম্মদ মতি মিয়া মনছুর, শাহজাদা মাওলানা আহছান আলী, মাওলানা আবদুল মন্নান, মাওলানা আহমদ হোসেন, মাওলানা মেহেদী হোসেন রনি, মাওলানা রেজাউল করিম, মাওলানা রাকিব হোসেন বেলাল, মোহাম্মদ আবু তৈয়্যব, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ রিদুয়ান প্রমূখ। মাহফিলে বক্তারা বলেছেন কারবালার ইতিহাস পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। রাসূল (স.) এর বংশধরদের ধ্বংস করার জন্য এই ঘটনা ঘটান। আমাদেরকে কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সৎপথে আল্লাহ ও রাসূলের পথে চলতে হবে। মাহফিল শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হজরতুল আল্লামা সৈয়্যদ শাহ্সুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা