বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

  প্রকাশ : ২০১৯-০৩-১৩ ১৬:৪৩:৫৭  

শ্রীদ্ভগবদ্গীতা আমাদের ত্যাগের শিক্ষা দেয় : শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে বক্তারা

পরিস্হিতি২৪ডটকম : বড় নাথপাড়া, পূর্ব ফরহাদাবাদ, নাজিরহাট পৌরসভাস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিক্রমায় ছিল মঙ্গলারতি ও নগর পরিক্রমা, বাল্যভোগ, বাগীশিক নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি উপজেলা সাংসদ গীতাপাঠ প্রতিযোগিতা, অন্নপ্রসাদ বিতরণ, মহতী ধর্মসভা। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন উত্তর জেলা নামহট্ট সংঘের সভাপতি শ্রীমান সিদ্ধ রসিক দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ডা. হরিপদ চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উপজেলা সংসদের সভাপতি ডা. সুব্রত কুমার চৌধুরী, জারিয়া গ্রুপের চেয়ারম্যান আলী আজম (সাদেক), বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের প্রচার সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন বণিক। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন ব্রজধাম মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডা. রনজিত কান্তি দাশ, বাগীশিক উত্তর জেলা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয়াশীষ চক্রবর্তী, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ সাধারণ সম্পাদক রূপক দে, সংগঠনের সভাপতি তেজেন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার নাথ, ভূজপুর পুজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী। এতে আরো উপস্থিত ছিলেন সুমন বণিক, আদিত্য সৈকত, মাস্টার আশিষ চক্রবর্তী, সৈকত দাশ, লিংকন নাথ, বাবুল নাথ, ছোটন নাথ, রাজীব নাথ, শান্ত নাথ, শিমুল চক্রবর্তী, রূপন নাথ, লণ বৈষ্ণব, দীপক নাথ, নয়ন নাথ, অনিক নাথ, রনি চক্রবর্তী, সাজু নাথ, রিপন নাথ, বিশ্বজিৎ নাথ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল নাথ। উক্ত অনুষ্ঠানে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রীকে ক,খ,গ,ঘ বিভাগে গীতা নৈতিক পরীার পুরস্কার বিতরণ করা হয় এবং রোসাংগিরি গীতা শিক্ষালয়কে শ্রেষ্ঠ গীতা স্কুল হিসেবে পুরস্কৃত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা