পরিস্হিতি২৪ডটকম : চেকপ্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভায় মঙ্গলবার এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যায়। খবর সিএনএন’র
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চেক টিভিকে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ নিহতের খবর নিশ্চিত করেছেন। তাছাড়া এক টুইট বার্তায় জানিয়েছেন, অপরাধীকে ধরতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জন হামাচেক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার পরে গোলাগুলির এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হাসপাতালটিতে এক হামলাকারীর গুলিতে চার জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়। পরে আহত ওই দুই জনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হয়।
শহরটি পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত অস্ট্রাভা শহরটি খনি ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।