পরিস্হিতি২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে কাদা মাটিতে আটকে পড়া বন্য হাতিটি মারা গেছে। রোববার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে হাতিটি মারা যায়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ জানান, হাতিটি ‘গ্যাংগ্রিন’ (পচনশীল ঘা) রোগে আক্রান্ত ছিল। হাতিটিকে উদ্ধার করার পর গায়ের কাদা মাটি পরিষ্কার করে চিকিৎসাসেবাও দেওয়া হয়েছিল। কিন্তু রোববার সকালে হাতিটি মারা যায়।
৮ নভেম্বর (শুক্রবার) চুনতির নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় হাতিটি কাদায় আটকে পড়ে। পরে শনিবার সকালে সেটিকে উদ্ধার করে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ডলু বিট অফিসার মো. মোবারক হোসেন বলেন, দলছুট হয়ে হাতিটি কাদায় আটকে পড়েছিল। পেছনের দুই পা অবশের মতো ছিল। পায়ে ঘা ছিল। অনেক সময় দলের অন্য হাতিদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে না পারলে দলছুট হয়ে মারা পড়ে হাতি।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।