পরিস্হিতি২৪ডটকম : চীনে এক কয়লা খনি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের গুয়াংলং খনিতে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র
প্রদেশটির স্থানীয় প্রশাসন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, ভূগর্ভস্থ খনিতে দুজন ব্যক্তি আটকা পড়েছেন।
এর আগে গত শনিবার, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কয়লা খনিতে বন্যায় পাঁচ জন নিহত হন এবং আরও অন্তত ১৩ জন আটকা পড়েন। অক্টোবরের পর থেকে চীনে পাঁচটি পৃথক খনি দুর্ঘটনায় অন্তত ৩৭ জন মারা যান।
এত ঘন ঘন দুর্ঘটনার ঘটার প্রধান কারণ খনিগুলোতে বিদ্যমান দুর্বল সুরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত নভেম্বরে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত কয়লা খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশ দেয় সরকার। তা সত্ত্বেও খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থার যে উন্নতি হয়নি সাম্প্রতিক দুর্ঘটনাগুলোই তা প্রমাণ করে।
সরকারি সূত্র অনুযায়ী, চীন চলতি বছরের প্রথম ১০ মাসে তিন বিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক পাঁচ শতাংশ বেশি। উৎপাদন বৃদ্ধি পেলেও শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে সরকারের উদাসীনতা রয়েছে।