বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চান্দগাঁও মডেল স্কুলের কলেজের বার্ষিক ফলাফল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-১২-২৬ ১৭:২৮:৪২  

পরিস্হিতি২৪ডটকম : চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুদের মনন বিকাশে নৈতিকতার শিক্ষার পাশাপাশি বিবেককে জাগাতে হবে। এ জাতিকে একটি স্বর্ণ শিখরে পৌঁছাতে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। স্কুল ও অভিভাবকের মধ্যে একটা সেতুবন্ধ থাকা প্রয়োজন, তাতে একটি প্রতিষ্ঠান তার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছাতে পারবে। গত ২৫ শে ডিসেম্বর নগরীর মোহরাস্থ চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রামের সুপারেন্টেন্ড কামরুন নাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জিন বোধি ভিক্ষু। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কলামিস্ট ডক্টর মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর সুমন দত্ত, টিভি উপস্থাপক সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, ছাপা মোতালেব কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আজম, ডাঃ সুভাষ চন্দ্র সেন, জেবিএস আনন্দ বোধি ভিক্ষু, বিদ্যালয় পরিষদের পরিচালক কাজল দাস। এতে আরো বক্তব্য রাখেন, পান্না চৌধুরী, তাসলিমা বেগম, হাসান সুমন চৌধুরী, বিনা মোহন্ত, পূর্ণিমা দাস, অপি দাশ, সুপ্রিয় প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা তূর্ণা দাস।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা