বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চবি কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবের জন্য সিইউ ক্লাব ৩৪ এর পিপিই প্রদান

  প্রকাশ : ২০২০-০৬-০৪ ১৪:১৭:০৫  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবের জন্য ফটিস গ্রুপ, ঢাকা-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহদাত হোসেন এর সহায়তায় সিইউ ক্লাব ৩৪ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে। ৪ জুন ২০২০ দুপুর ১২.৩০ টায় চবি উপাচার্য দপ্তরে সিইউ ক্লাব ৩৪ এর নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট এ সরঞ্জাম হস্তান্তর করেন। এসময় চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন বড়ুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমিন মুস্তারী, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকবু, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ চৌধুরী ও জুয়েল দাশ, উক্ত ক্লাবের সভাপতি কে এম শহীদুল কাউসার, সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে চবি কোভিড-১৯ সনান্তকারণ ল্যাবের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করায় সিইউ ক্লাব ৩৪-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াস বাংলাদেশসহ বিশাবব্যাপি ছড়িয়ে পড়া কোভিড-১৯ মাহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চললে এ মহামারী থেকে নিজেকে যেমন রক্ষা করা যায় তেমনি এ রোগের বিস্তারও রোধ করা সম্ভব। আতংকিত না হয়ে সচেতনতাই পারে এই মহামারী থেকে দেশকে মুক্ত করতে। উপাচার্য দেশের ধনাঢ্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে কোভিড-১৯ মাহামারী প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। সিইউ ক্লাব ৩৪ ভবিষ্যতেও তাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা