বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চন্দনাইশ বরমায় ওডেব’র ত্রাণ বিতরণ

  প্রকাশ : ২০২০-১১-১৫ ১৭:৩১:০৮  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার বরমায় বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)’র উদ্যোগে বরমা, শেবন্দী, মাইগাতা ও বাতাজুরীতে দরিদ্র, মধ্যবিত্ত পরিবার এবং দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী ও সাবান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি (গত বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের প্যানেল ও ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এনজিও ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক সহযোগিতায়, পিও রতন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এরিয়া ম্যানেজার মো. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন পল্লী প্রগতি সংস্থা-পিপিএস’র নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্ত্তী, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, মেম্বার সোনা দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন ওডেব কর্মী হেলাল মিয়া, রূপন দাশগুপ্ত, মিসেস অনুপমা সাহা, মিসেস নুর বেগম, দিপ্তী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে দুইশতাধিক দুস্থ ব্যক্তিকে ত্রাণ সামগ্রী ও সাবান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

 



ফেইসবুকে আমরা