বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চন্দনাইশ বরমায় উপজেলা প্রশাসনের পূজা পরিদর্শন

  প্রকাশ : ২০২০-১০-২৬ ১৭:৪৬:৫২  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের হিন্দু অধ্যুষিত এলাকা বরমায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পরিদর্শন করা হয়। গতকাল ২৫ অক্টোবর মহানবমীর দিন সকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, বরমা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম, চন্দনাইশ থানার এসআই মাজহারুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বলরাম চক্রবর্তী, বরমা প্রেসকাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সেক্রেটারি বিমল তালুকদার, মাস্টার কল্যাণ বড়ুয়া, শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের চেয়ারম্যান ও পূজা উদ্যাপন পরিষদ নেতা শ্রী রুবেল দেব, বিভিন্ন পূজা মন্দিরের সদস্য ছোটন প্রসাধ, সুশান্ত চক্রবর্ত্তী শুভ প্রমুখ।
এ সময় ইউএনও ইমতিয়াজ হোসেন বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকলের সহঅবস্থান রয়েছে। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল সাম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারে। ধর্ম মানুষকে মহৎ করে।

প্রেস বিজ্ঞপ্তি

 

 



ফেইসবুকে আমরা