বাংলাদেশ, , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

১ মাসের মধ্যে উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে : আবদুল জব্বার চৌধুরী

  প্রকাশ : ২০২৩-০৮-১৪ ১৫:৪৭:১৯  

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান জব্বার : ১ মাসের মধ্যে উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে

পরিস্থিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। আগামী ১ মাসের মধ্যে উপজেলার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। তিনি গত দুই দিন ধরে চন্দনাইশ উপজেলার বরকল,বরমা, সাতবাড়ীয়া, বৈলতলী, ও ধোপাছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে চন্দনাইশের বিভিন্ন রাস্তা ঘাট। বন্যারপানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে ওঠেছে ক্ষতচিহ্ন। নিম্নাঞ্চলে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত চন্দনাইশ বাসীর সার্বক্ষনিক খবরাখবর রাখছেন। এসময় তিনি বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। পরিদর্শন ও ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, কামেলা খানম রুপা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম, এলজিইডি সার্ভেয়ার তানভীর হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ টিপু চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, এড. নাছির উদ্দীন, শওকত হোসেন ফিরোজ, বোরহান উদ্দিন গিফারী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা