পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার সেবন্দি সুফিয়া খাতুন মাদরাসা, হেফজ ও এতিমখানায় গরীব-এতিম ছাত্র এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে ঢাকার এসরোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান এসরোকেয়ার -এর সৌজন্যে বাইনজুরী কমল মিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সম্প্রতি (শুক্রববার) কম্বল বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন বরমা ইসলামিয়া সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নুরুল হক, বরমা প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষানুরাগী আবু রায়হান টিটু ও সমাজসেবক মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দিকী।
এতে মাদরাসা শিক্ষার্থীসহ প্রায় অর্ধশত গরীব শীতার্ত লোককে এসরোকেয়ারের সৌজন্যে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গরীব ও দুঃস্থদের শীত নিবারণসহ আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই গরীবদের উপকার করার প্রত্যয়ে এগিয়ে আসার জন্য ধনীদের প্রতি অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।