পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর ২০২০ চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ আন্তরিকতা ও বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরে আলোচনা করেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার খালেদ। আলোচনায় আরো অংশ নেন ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. শেখ জাহেদুল ইসলাম, কানিজ ফাতেমা লিমা ও এ জি এম জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ যেন আজ অবিচ্ছেদ্য অংশে হিসেবে পরিণত হয়েছে। একজন নিরলস, কর্মঠ ও দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সদিচ্ছায় একটা জাতি দ্রুতসময়ে কতটা উঁচুতে পৌঁছুতে পারে তা বিশ্বের বুকে বাংলাদেশ আজ জ্বলন্ত প্রমাণ ও বিস্ময়কর মডেল। ক্ষুধা, দারিদ্রকে জয় করে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, আগামী ২০৩০ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের তালিকায় যুক্ত হওয়ার অভিলাষ এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা বলেই দেশের জনগণ মনে করে। সবচেয়ে বড় বাস্তবতা হলো, শেখ হাসিনা তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধুর মতই বাংলাদেশের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সাথে চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ আরো উন্নত, আরো সমৃদ্ধ ও শান্তিময় হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেবে সে প্রত্যাশা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি