বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে শাহ আলমগীরের শোকসভা পালন

  প্রকাশ : ২০১৯-০৩-১৬ ১২:১২:১৩  

পরিস্হিতি২৪ডটকম/(মোঃ কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম): বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র সদ্য সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের শোকসভা ১৪ মার্চ (বৃহস্পতিবার) ২০১৯ চট্টগ্রাম নগরীর ৪০ মোমিন রোডস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন- সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

দেশবরেণ্য সাংবাদিক শাহ আলমগীরের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন- জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী, অনলাইন নিউজ পোর্টাল চকবাজার টুয়েন্টিফোর ডটকম সম্পাদক এস.ডি. জীবন, জাতীয় সাপ্তাহিম ক্রাইম ডায়রি’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, অনলাইন দৈনিক দেশবার্তা ডটকমের সহ-সম্পাদক তরুণ বিশ্বাস অরুণ, মাসিক মানবাধিকার নিউজ সম্পাদক এইচ.এম. ইব্রাহিম, সাংবাদিক স.ম. হাবিবুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল প্রজন্ম’৭১নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মুহাম্মদ সেলিম উদ্দিন, সাপ্তাহিক নয়াবার্তার সম্পাদক এস.এম. মুজিবুর রহমান, মোরা পত্র লেখক সমাজ-এর সভাপতি সজল দাশ প্রমুখ।

শোকসভাটি সঞ্চালনায় ছিলেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ।

প্রসঙ্গত: শাহ আলমগীর ২৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ২০১৯ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুস্মরণীয়। উনার মৃত্যুতে বাংলাদেশের মিডিয়া জগৎ একজন অভিভাবককে হারাল।



ফেইসবুকে আমরা