পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই কসাইকে কারাদণ্ড ও গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার দুপুরে শান্তিরহাট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. রাকিবুল ইসলাম।
দণ্ডিত দুই কসাই হলেন কুসুমপুরা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. আজগর (২৬) ও একই এলাকার মৃত নুরচ্ছফার পুত্র মো. ইসমাই (৫৫)। এছাড়া গরুর মালিক জিরি ইউনিয়নের শরবত আলীর ছেলে আবুল কালামকে (৫০) ২৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি জানান, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে প্রথমে পুলিশ গরুর মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সরেজমিন গিয়ে সত্যতা পেয়ে দণ্ড প্রদান করেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।