পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত কাউন্সিলর নুর মোস্তফা টিনু জামিনে মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে তিনি মুক্ত হন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।
জানা গেছে, গত ২০ জুন অস্ত্র মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন নুর মোস্তাফা টিনু। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরই মধ্যে অনুষ্ঠিত হয় চসিকের চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন। সেই নির্বাচনে ৭ অক্টোবরের ভোটে কারাগার থেকে কাউন্সিলর নির্বাচিত হন টিনু।
ওই নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীকে তিনি ভোট পান ৭৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুর রউফ ব্যাডমিন্টন র্যাকেট প্রতীকে পান ৭৭৩ ভোট।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।