পরিস্হিতি২৪ডটকম : ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি ২০১৯-২০২১ গঠন করা হয়েছে। মাসিক কথন সম্পাদক ও শিশু সাহিত্যিক ফারুক হাসান, ক্রিয়েটিভিটি ইবুলেশন ফরমের প্রতিষ্ঠাতা কবি, গীতিকার ও সাহিত্যিক এস এম সিরাজুল মোস্তাফা, বৃহত্তম চট্টগ্রাম ডেন্টাল এসোসিশনের সভাপতি ডা: জামাল উদ্দীন ও বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এ কে এম ইউসুফের সম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেন। চট্টগ্রাম খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ও কথাসাহিত্যিক ডা: বেলাল হোসেন উদয়নকে সভাপতি ও মানবাধিকার কর্মী বিশিষ্ট লেখক লায়ন মুহাম্মদ আবু সালেহকে সাধারণ সম্পাদক করে ৩ (তিন) বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কবি মুহাম্মদ মাহফুজুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, কবি ও সাহিত্যিক রথিন্দ্রজিৎ হিরো বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও কবি ও ছড়াকার অভিলাষ মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, লেখক ও সংগঠক মুহাম্মদ ইমরানকে অর্থ সম্পাদক, কবি ও গল্পকার খোবাইব হামদানকে যোগাযোগ সম্পাদক ও শাওন রানাকে সহ-যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনীত করে দায়িত্ব অর্পন করা হয়। নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদকে একটি জাতীয় সাহিত্য সংগঠন হিসেবে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ে অঙ্গিকার করে। কমিটির অনুমোদনে বলা হয়েছে, ২০১৯-২০২১ কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা আগামী ২০২১ সালের ডিসেম্বরে কমিটি বিলুপ্ত করে দিবে এবং পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি