পরিস্হিতি২৪ডটকম : আজ ১১ জুলাই ২০২০ শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান শামসুন্নাহার হারুন পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে মহানগর গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফজলে রাব্বি সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এ. রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম, ইসলামিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও মহানগর যুবলীগ নেতা নাজমুল আলম খান, চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ নেতা রুকনুজ্জামান রোকন, সাইফুদ্দিন সিদ্দিকী মনি, রাশেদ মজুমদার, আহমেদ বেলাল, জামাল হোসেন, রেজাউল করিম রেজা, ওয়াসিম চৌধুরী, আবদুর রাজ্জাক, আবু সাইদ সুমন, জোবায়ের আলম খান তুহিন, এডভোকেট সাদ্দাম হোসেন, আব্দুল মাবুদ আসিফ, গিয়াসউদ্দিন তালুকদার আদর, এস এম মাহিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ অক্সিজেন সরবরাহের মাধ্যমে আমাদের বেঁচে থাকা নিশ্চিত করে। তাই নির্বিচারে বৃক্ষনিধন করে পরিবেশ ধ্বংস করলে এর প্রতিশোধ প্রকৃতি অবশ্যই নেবে। বর্তমানে এই করোনা মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগ রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেজন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেকের অন্তত তিনটি করে চারা গাছ রোপণ করা উচিত।
প্রেস বিজ্ঞপ্তি