পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম শহরস্থ জামালখান এক্সকুসিভ কাবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, হারুয়ালছড়ি শাখা, শোকর এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ইদ এ মিলাদুন্নবী (দঃ) এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর পবিত্র চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। মোঃ সাজীদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য, মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজের সম্মানিত অধ্য আবু মোহাম্মদ এবং এস এম এমরান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মোঃ শাহাদাত হোসেন ইরফান, না’তে রাসুল ও মাইজভাণ্ডারী গান পরিবেশন করেন যথাক্রমে হুমায়ুন রশিদ ফয়সাল ও আবু শাহদাত মোহাম্মদ সায়েম সুমন। মোঃ সজীবুল হাসান চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের পর মূল আলোচনা পর্বে অংশগ্রহণ করেন জ্যোতি ফোরামের সভাপতি মোহাম্মদ শফিউল আজিম সুমন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ রফিক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাসুল (দঃ) এর ঘোষিত মানবজাতিকে চারিত্রিক মান ও গুণের উন্নত সোপানে আরোহণ করানোর জন্য তিনি যে সুন্নাহ তথা জীবন বিধান দান করেছেন তার সমন্বিত রূপ হল গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) এর প্রবর্তিত মাইজভাণ্ডারী তরিকার উসুল সপ্তকর্ম পদ্ধতি। রাহবারে আলম হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) এর পবিত্র দিকনির্দেশনার আনুগত্যের ভিত্তিতে পূর্ণ অনুসরণই পারে একজন মানুষের জীবনকে সফল ও স্বার্থক করতে।” এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ডাঃ পঞ্চানন দাশগুপ্ত, মোঃ সাইফুদ্দিন চৌধুরী, মোঃ এহসান উল্লাহ, মোঃ সাইফুল আলম, নুরুল আনোয়ার, আব্দুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হোসেন, অভিজিত দাশ, বিশ্বজিত দাশ, রূপম মল্লিক, জয়নুল আবেদীন তাওরাত, আবরার, মোঃ কামাল, মোঃ ইব্রাহীম, বাবুল, সাইফুল প্রমুখ। পরিশেষে মিলাদ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি