পরিস্হিতি২৪ডটকম/গাইবান্ধা প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের এক নক্ষত্রের নাম ছিল সালমান শাহ। সকলের কাছে ছিল স্বপ্নের নায়ক। এমনি স্বপ্নের নায়ককে বিচরিত করতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলানায়তনে সাংস্কৃতিক সংগঠন সুর ঝাংকার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয়, “স্বপ্নের নায়ক”।
রবিবার (০৮ আগষ্ট)রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড.শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউল হক জনি।
পাবলিক লাইব্রেরি মিলানায়তনে অনুষ্ঠানে সালমান স্মরণে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ দাশ হিমুন, সাংস্কৃতিক কর্মী আরিফুল ইসলাম বাবু, বিশিষ্ট উপস্থাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরীন আক্তার।
উক্ত অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত বিভিন্ন চলচ্চিত্র প্রকাশিত কয়েকটি গান নিয়ে অনুষ্ঠান পরিবেশিত করে- সুর ঝংকার একাডেমির সদস্য এবং গাইবান্ধার জনপ্রিয়তা সঙ্গীত শিল্পি রোমানা ও জাহাঙ্গীর ।
উল্লেখ্য, জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বাংলাদেশের ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে।
এক নজরে সালমান শাহ-
আসল নাম : চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন (সালমান শাহ)।
জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার।
বাবা : কমর উদ্দিন চৌধুরী।
মা : নীলা চৌধুরী।
স্ত্রী : সামিরা।
উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি।
রাশি : বৃশ্চিক।
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত।
শেষ ছবি : বুকের ভেতর আগুন।
প্রথম নায়িকা : মৌসুমী।
সর্বাধিক চলচ্চিত্রের নায়িকা : শাবনূর (১৪টি)।
মোট চলচ্চিত্র : ২৭টি।
বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুয়ার কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা।
একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার।
অভিনীত চলচ্চিত্র:
কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু ও বুকের ভেতর আগুন।