পরিস্হিতি২৪ডটকম/গাইবান্ধা প্রতিনিধি : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব-২।
গ্রেফতার জঙ্গি সদস্যরা হলেন- বাবুল খন্দকার, আতোয়ার হোসেন, আব্দুল আজিজ বাবু, ওসমান গণি, আবু তাহের প্রধান ও হোসেন প্রধান। তারা সবাই ‘আল্লাহর দলের’ থানা ও গ্রাম নায়েক বলে দাবি করেছে র্যাব।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, আল্লাহর দলের বেশ কিছু সদস্য জড়ো হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, এমন খবরে পলাশবাড়ীর হরিণমারী এলাকায় বাবলু খন্দকারের বাড়ি ঘেরাও করা হয়। পরে বাড়িতে অভিযান প্রবেশ করে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদ বই ও লিফলেট, আল্লাহর দল সংগঠন সম্পর্কিত তথ্য সম্বলিত ডকুমেন্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রেফতার জঙ্গিরা সংগঠনের আমির মতিন মেহেদীর একান্ত সহযোগী। তারা পলাশবাড়ীসহ আশপাশের এলাকায় নায়েক ও অন্যান্য দায়িত্বশীল পদে রয়েছে। ২০১৩ সাল থেকে এই এলাকায় তাদের কার্যক্রম চলছিল।
র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী বলেন, জঙ্গি সংগঠনের সদস্যরা দেশে বর্তমান শাসনব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসনব্যবস্থা কায়েম করতে চায়। তারা মুসলিমদের জাকাতব্যবস্থাকে অস্বীকার করে। এছাড়া তাদের মতাদর্শের সদস্যদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা আদায় করে থাকে।