বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

  প্রকাশ : ২০১৯-১১-১১ ১৯:৩৭:৫৫  

পরিস্হিতি২৪ডটকম/গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আব্দুর রহিম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। শনিবার রাতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকমরপুর ইউনিয়নের গাছুর বাজার গ্রামের মিঠু মিয়ার ছেলে।

ওসি জানান, আব্দুল রহিম ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে কাশদহ এলাকার মান্নান মিয়ার কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। মান্নান মিয়ার বিষয়টি সন্দেহ হলে আব্দুল রহিমকে অপেক্ষা করতে বলে। পরে মান্নান মিয়া গোপনে বিষয়টি সর্ম্পকে থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে আব্দুর রহিমকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



ফেইসবুকে আমরা