পরিস্হিতি২৪ডটকম : বোয়ালখালীতে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বোয়ালখালী খিতাপচরের শাহ মাবুদিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বোয়ালখালীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দরবারে এসে শেষ হয়। এতে ছদারত করেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত মুফতি আবদুর রহীম আলকাদেরী (ম.)।
জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ মাবুদিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আব্দুল করিম, মাওলানা ফরিদ উদ্দীন কাদেরী, মাওলানা ছৈয়দুল হক আনছারী, মাওলানা আব্দুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা আবদুন নবী আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা আব্দুল জব্বার আলকাদেরী, মাওলানা নজির আহম্মদ, মাওলানা এহছান কাদেরী, মাওলানা মাহবুবুল আলম আলকাদেরী, মাওলানা ইসমাঈল কাদেরী, মাছুমুল কালাম, মাওলানা গোলাম হোসেন, মাওলানা শফিউল আলম প্রমূখ।
জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) র্যালী শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবী (দ.) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। সামগ্রিক সমূহ বিপদ থেকে মুক্তি পেতে সর্বত্র প্রিয় নবীর জীবনী চর্চা ও আলোচনা সময়ের দাবী।
প্রেস বিজ্ঞপ্তি