বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষিত করতে হবে

  প্রকাশ : ২০১৯-০২-০৭ ১৫:২৬:১১  

সমাজকর্ম ও শিক্ষায় আলোকিত হউক মানুষের জীবন শীর্ষক আলোচনা সভা : কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষিত করতে হবে

পরিস্হিতি২৪ডটকম : “সমাজকর্ম ও শিক্ষায় আলোকিত হউক মানুষের জীবন” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমাজ ও দেশ উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। আমাদের সমাজের অবহেলিত মানুষগুলোকে এবং তাদের ছেলেমেয়েদেরকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দান করতে হবে। অনগ্রসর জাতিকে উন্নয়নের জন্য হাতে কলমে শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা নিতে হবে। কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষার মাধ্যমে আমাদের প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিতি করতে হবে। সভায় বক্তারা আরো বলেছেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এর কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ আলোকিত মানুষ। তিনি এলাকার শিক্ষার উন্নয়নের জন্য চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজ ও আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অত্র এলাকার প্রজন্মকে শিক্ষিত করে তুলছেন। ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদের মতো ব্যাক্তিরা সমাজ ও দেশের জন্য এগিয়ে আসলে সমাজ আলোকিত হবে। ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সন্ধ্যা চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ কাশ্মীর রেস্টুরেন্ট-এ “সমাজকর্ম ও শিক্ষায় আলোকিত হউক মানুষের জীবন” শীর্ষক আলোচনা সভা ও ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদের জন্মদিনের শুভেচ্ছা বিনিময় সভা বিশিষ্ট পরিবেশবিদ সাংবাদিক একেএম আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা, সিএমপি’র সাবেক উপ-পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, ইঞ্জিনিয়ার ফেরদৌস ওয়াহিদ, প্রবীন শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, প্রবীন শিক্ষাবিদ অধ্যক্ষ নুরুল আলম, শিক্ষাবিদ উপাধ্যক্ষ আবুল কাশেম, মানবাধিকার সংগঠক মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ ইকবাল বাহার চৌধুরী, ফারজানা নাসরিন রেখা, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, এসএম শাহনেওয়াজ আলী মির্জা, ইকরামুল হক শিকদার, মোঃ শহীদ উল্লাহ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, শিক্ষাবিদ ইসমাইল ফারুকী, মোঃ ইউনুচ, মানবাধিকার সংগঠক সাজ্জাত হোসাইন, শিক্ষক রহিম উদ্দীন, আবদুল ওয়াহেদ মাস্টার, জিটন গুপ্ত, সমীর পাল, পপি আক্তার, মো. রাসেল, মনসুর আলম, রুদ্র সরকার জয়, ইউনুচ ফারুকী, এম.এ হাসেম ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। সভার শুরুতে চান্দগাঁও এলাকায় শিক্ষাবিস্তার সমাজকর্মে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ কে মানপত্র, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।



ফেইসবুকে আমরা