বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  প্রকাশ : ২০১৯-১২-২৫ ১৭:০৬:০৫  

পরিস্হিতি২৪ডটকম : কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সাড়ে আটটার দিকে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি প্রদেশের হার্ডি বন্দর থেকে ১৮২ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এর ফলে সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আলাস্কার জাতীয় সুনামি কেন্দ্র।
ব্রিটিশ কলম্বিয়ায় গত তিন দিনে মোট ৬টি ভূমিকম্প আঘাত হেনেছে। কেবল গত সোমবার (২৩ ডিসেম্বর) ৫টি ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এদের মাত্রা ছিলো ৪ দশমিক ৮ থেকে ৬ মাত্রা।



ফেইসবুকে আমরা