পরিস্হিতি২৪ডটকম : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন- নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত।
রোববার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. ললিত কুমার দত্ত নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ছিলেন।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জামাল মোস্তফা বলেন, ‘করোনায় আক্রান্ত ডা. ললিত কুমার দত্তকে গত ২০ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’
এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও দুই চিকিৎসকের।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।