বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  প্রকাশ : ২০১৯-০৮-২০ ১৭:১০:২৯  

পরিস্হিতি২৪ডটকম : কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ মো. বাদশা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার উপকূলীয় মগনামা ইউনিয়নে মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত বাদশা জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য ও উপকূলের শীর্ষ জলদস্যু। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটারগান, ১২টি তাজা গুলি, ৮টি খালি খোসা ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত বাদশা বাঁশখালী উপজেলার ছনুয়া টেকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জানান, মগনামায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব মঙ্গলবার ভোরে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে একদল জলদস্যু। পাল্টা জবাবে র‌্যাবও গুলি চালায়। বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বন্দুকধারীরা পিছু হটলে ঘটনাস্থলে বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও জলদস্যুতার অভিযোগে বহু মামলা রয়েছে।



ফেইসবুকে আমরা