পরিস্হিতি২৪ডটকম : আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) বাংলাদেশ আয়োজিত আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি ২০২০ইং লালদিঘী ময়দানে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফলকল্পে ওএসি নেতৃবৃন্দের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সংস্থার সভাপতি আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনছারীর সভাপতিত্ব ৬ জানুয়ারি সোমবার সকাল ১০টায় বহদ্দারহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক আল্লামা কাজী মোহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। আলোচনায় অংশ নেন মহানগর সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদেরী, দণি জেলা সাধারণ সম্পাদক আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক আল্লামা জসিম উদ্দীন আল কাদেরী, ওএসি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্য আল্লামা মোহাম্মদ তৈয়ব আলী, অধ্যক্ষ সৈয়দ খুরশিদ আলম, উপাধ্য আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইসমাইল নোমানী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ নুরুল আমিন, আল্লামা আনোয়ার হোসেন, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা সৈয়দ ইউনুস রেজভী। সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল হোসাইনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা ইমরান হোসেন কাদেরী, মাওলানা শেখ আরিফুর রহমান, আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ শাকুর মিয়া, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মোহাম্মদ লোকমান প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা সোলাইমান আনছারী বলেন, ইসলামের শান্তির বাণী মানবজাতির কাছে পৌঁছানো এই মুহূর্তে জরুরী। কারণ ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে মানুষ দিনদিন অপরাধের দিকে ধাবিত হচ্ছে। এই কারণে মানুষ আস্তে আস্তে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মানুষ হত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে। ইসলাম সবসময় শান্তি ও সাম্যের পক্ষে কথা বলে আসছে। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোনো স্থান নাই। মানবতাবোধ জাগ্রত করতে ইসলামের সুশীতল ছায়াতলে এক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান ওএসি’র সভাপতি আল্লামা সোলাইমান আনছারী। বক্তারা আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির লালদিঘী ময়দানের আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহ্বান জানান। সভায় আগামী ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটস্থ ওএসি কার্যালয়ের সর্বশেষ প্রস্তুতি সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি