পরিস্হিতি২৪ডটকম : ‘আমরা ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন বাইডেন। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।তিনি বলেছেন, “স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা শুধু সময়ের ব্যাপার। ”
ভাষণে বাইডেন বলেন, “এটি পরিষ্কার, আমরা জয়ী হতে চলেছি। আমার রানিং মেট কমলা হ্যারিস এরইমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিংও করেছেন। তারা হোয়াইট হাউসের জন্য প্রস্তুত রয়েছেন। ”
তিনি বলেন, “আমরা সাত কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বেশি ভোট আর কোনো প্রেসিডেন্ট পাননি। ”
গত তিন দিন ধরে মার্কিন নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪টি রাজ্যের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে তিনটিতে এগিয়ে আছেন বাইডেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।