বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

এসডিজি অর্জনে সুদূরপ্রসারী প্রভাব ও ফলাফলে গুরুত্ব দিতে হবে

  প্রকাশ : ২০২০-১১-৩০ ১৮:৩০:১৭  

এসডিজি ইয়ুথ ফোরাম’র ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্সে ড. হোসেন জিল্লুর :

 এসডিজি অর্জনে সুদূরপ্রসারী প্রভাব ও ফলাফলে গুরুত্ব দিতে হবে

পরিস্হিতি২৪ডটকম : টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে দুটি অন্তর্নিহিত বার্তা বহন করে। প্রথমত, প্রতিটা কাজের পরিনতির দিকে নজর দেওয়া। দ্বিতীয়ত, সবাইকে সংযুক্ত করা। এই দুটি বার্তাকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিমন্ডলের আওতায় সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং বিশ্বের প্রতিটি নাগরিককে বিবেচনায় আনতে হবে। বিচ্ছিন্নভাবে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ঠের লক্ষ্যমাত্রাসমূহ নিয়ে এসডিজি ইয়ুথ ফোরাম আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনঅ্যাবল ডেভলাপমেন্ট গোলস’ শীর্ষক ভাচুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্র্যাকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি আরো বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে যেকোনো পরিকল্পনা গ্রহণ করা হোক না কেন তার সুদূরপ্রসারী প্রভাব ও ফলাফলের দিকে গুরুত্বারোপ করতে হবে। আমাদের দেশে প্রতিবছর বাজেটের অর্থ খরচ হয়ে যায় কিন্তুু প্রভাব ও ফলাফলের উপর নজর দেওয়া হয়না দেখে কাঙ্খিত ফল আসে না। কাউকে পিছনে ফেলে নয় – এসডিজি’র এই মৌলিক প্রতিপাদ্যে বিশেষভাবে জোর দিতে হবে বলে মত দেন তিনি। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে এবং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের লেকচারার মোহাম্মদ আশিকুজ্জামান ও নেপাল থেকে সায়রা খাদকার সঞ্চালনায় গত ২৯ নভেম্বর তিন দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্সের দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে সম্প্রচারিত ভার্চুয়াল কনফারেন্সের উদ্বোধনী দিনে কো-হোস্ট ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জেন্ডার স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নাওমী ও এসডিজি ইয়ুথ ফোরাম’র কমিউনিকেশন এক্সিকিউটিভ তনিমা রহমান। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ডেভ ডোল্যান্ড, লন্ডনের সাউদাম্পটন সলেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. জাহিদা শাহ, ভারতের বোম্বে মাদারস্ এন্ড চিলড্রেনস্ ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ন সম্পাদক ড. মাধাব সাথ, অস্ট্রীয়ার গ্রেজ বিশ্ববিদ্যালয়ের ওয়েগেনার সেন্টার ফর ক্লাইট এন্ড গ্লোবাল চেইঞ্জের গবেষক ও বিজ্ঞানী মোহাম্মদ হুমায়ুন কবীর, ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের প্রধান নির্বাহী মাধুরী ব্যানার্জী, বাংলাদেশ থেকে জোনটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ড. রুবিনা হোসেন, পাকিস্তান থেকে সিএমডিপি এর প্রধান নির্বাহী কর্মকতা মোহাম্মদ ইবরার, ভারতের বিআইটিএস’র মানবিক ও সমাজ বিজ্ঞান বিভাগের রিসার্চ স্কোলার মনোমিতা দাশ, বাংলাদেশ থেকে অক্সফামের সিনিয়র জনস্বাস্থ্য উন্নয়ন কর্মকর্তা মৌরী রহমান, মায়ানমার থেকে থার্ড স্টোরি প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক রি জেন প্রমুখ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য শরীফ মুস্তাজিব।

প্রেস বিজ্ঞপ্তি 



ফেইসবুকে আমরা