বাংলাদেশ, , রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার

  প্রকাশ : ২০১৯-১১-২৫ ১৬:৪২:১০  

পরিস্হিতি২৪ডটকম : অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন বিএনপি নেতা ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম। সাজা পরোয়ানামূলে শামসুল আলমকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের গোলপাহাড় মোড়ে শামসুল আলমের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. ওসমান গণি বলেন, প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করেছিল একটি শিল্প প্রতিষ্ঠান। সেই মামলায় সাজা হয়েছে শামসুল আলমের। সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

লেনদেনের সময় শামসুল আলম ইপিজেড এলাকার ঠিকানা ব্যবহার করেছিলেন বলে জানান তিনি।



ফেইসবুকে আমরা