বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

উত্তরজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আলম আর নেই

  প্রকাশ : ২০১৯-০১-২৭ ১৩:৫০:২৮  

পরিস্হিতি২৪ডটকম : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, ফটিকছড়ি থেকে দুইবার নির্বাচিত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। অসুস্থতাজনিত কারণে তিনি গত কিছুদিন ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

আগামীকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান, দুপুর ২টায় ফটিকছড়ি কলেজ মাঠ এবং সর্বশেষ বিকাল ৪টায় নিজ বাড়ি লেলাং এম আর সি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম নুরুল আলম চৌধুরী ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে ফটিকছড়ি থেকে দুইবার সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি ওমানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। রূপালী ব্যাংকের পরিচালকের দায়িত্বও পালন করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

পচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী রাজনীতিতে ছিলেন তরুণ তেজস্বী রাজনীতিবিদ। চট্টগ্রামের রাজনীতিতে অজাতশত্রু এই ব্যক্তিত্বের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। পচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর খুনি মোস্তাক বেতার ভাষণে দাবি করেছিলেন, ‘ঐতিহাসিক কারণে শেখ মুজিবকে (খুনির ভাষায়) হত্যা করা হয়। তখন নুরুল আলম চৌধুরী তরুণ এমপি। এমপিদের নানাভাবে চাপ দিয়ে জড়ো করে প্রথম বৈঠকে বসেন খুনি মোস্তাক। সেখানেই বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যুক্তি তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন মোস্তাক। বক্তব্যের শেষ পর্যায়ে দাঁড়িয়ে যান তরুণ এমপি নুরুল আলম। তিনি মোস্তাকের মুখের ওপর জানতে চান, ‘কোন ঐতিহাসিক কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তার জবাব আপনাকে দিতে হবে।’

এদিকে এই বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা। শোক প্রকাশ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম-মহাসচিব কাজী মহসিন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ির উপজেলার চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, মেয়র ইসমাঈল হোসেন, ভাইস-চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, আলহাজ্ব ফখরুল আনোয়ারসহ অনেকেই।



ফেইসবুকে আমরা